দাকোপে আনসার ভিডিপির সদস্যভুক্ত ৩ শত পরিবারের মাঝে সরকারী ত্রান সহায়তা বিতরন করা হয়।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মাঠে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ খাদ্য সহায়তা ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর উপজেলার ৯ টি ইউনিয়নে গিয়ে ধারাবাহিকভাবে উপজেলার আনসার ভিডিপির ৩ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। বিতরনকৃত খাদ্য সহায়তা ত্রান সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১ পিচ সাবান। এ সময় অন্যান্যের মধ্যে দাকোপ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহানারা বেগম, বটিয়াঘাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।