সরাইলে ৩ শত পরিবারের পাশে খাদ্য সামগ্রি নিয়ে দাঁড়িয়েছে বুরো বাংলাদেশ সরাইল শাখা। গতকাল সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদরের পশুর হাটে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবার গুলোর হাতে এ সামগ্রি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা, সমাজ কল্যাণ কর্মকর্তা আবু নাঈম মৃর্দা, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, বুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারূল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (সরাইল) গোলাম কিবরিয়া, এলাকা ব্যবস্থাপক (নাসিরনগর) মো. বেলাল হোসেন ও প্রতিনিধি শীবচরণ বিশ্বাষ। এ ছাড়া গতকাল বিকেলে উপজেলার শাহবাজপুরে ও নোয়াগাঁও ইউনিয়নে ১’শ করো মোট ২ শত পরিবারকে তারা খাদ্য সামগ্রি দিয়েছেন। প্রত্যেক পবিবারকে তারা দিয়েছেন ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩টি সাবান, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২ কেজি মশুরি ডাল ও ২টি মাস্ক। আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারূল ইসলাম বলেন, শুধু উপজেলায় নয়। জেলা পর্যায়ে ও আমাদের ত্রাণ সহযোগিতা দেওয়া হবে। সারা বাংলাদেশে ৫০ হাজার পরিবার পাবে বুরো বাংলাদেশ-এর ত্রাণ সহায়তা।