সিরাজদিখান উপজেলায় মঙ্গলবার একদিনে চিকিৎসক-নার্সসহ ১৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪৪ জন। মঙ্গলবার দুপরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক, ৬ জন নার্স ও আক্রান্ত নার্সদের মধ্যে ৩ জন স্বজন এবং উপজেলা পল্লী বিদ্যুতের ৪ জন কর্মচারীর নতুন করে করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।