রাজশাহীর মোহনপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুক্রতার জের ধরে আপন ভাই-বোনকে লোহার রড নিয়ে মারপিটের পর ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দিন রাতে আবদুল আলিম বাদি হয়ে ৭ জনকে আসামি করে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের আকুবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত পচন খামারুর ছেলে আবদুল আওয়ালসহ তার লোকজনের সাথে প্রতিবেশী মৃত জীবন খামারুর ছেলে আবদুল আব্দুল আলিমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই শুক্রতার জের ধরে গত রোববার (৩ মে) সকাল ১০ টার সময় আবদুল আওয়াল তার লোকজন হাতে লোহার রড, ধারালো হাঁসুয়া নিয়ে আবদুল আলিমের বোন জুলেখার বাড়িতে জোর প্রবেশ করে মারপিট শুরু করে। ওই সময় জুলেখার ভাই আবদুল আলিম এগিয়ে আসলে তাকেও মারপিট করতে থাকে। একপর্যায়ে আবদুল আওয়ালসহ তার লোকজন আবদুল আলিম (৫২) ও বোন জুলেখা (৩২) হত্যার উদ্দেশ্যে ধারালো হাঁসুয়া দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করে। জুলেখাকে শ্লীলতাহারি করে দেড় ভরি ওজনের স্বার্ণের চেন ছিনিয়ে নেয়। স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ভাই-বোনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, উভপক্ষ থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।