বৈশ্বিক প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় জামালপুরের ইসলামপুরে কর্মহীনমানুষের মাঝে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। গত সোমবার (৪ মে)রাতে ইসলামপুর বাজার এলাকায় কর্মহীন মানুষের হাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড জামাল আব্দুন নাছের বাবুল এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রশাসন আয়োজনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৬৫জনকে ত্রান সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল ২ কেজি আলু আধা কেজি ডাল, আধাকেজি পেয়াজ,আধা লিটার তেল ও আধা কেজি লবন রয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সম্পাদক উপাদাক্ষ্য ফরিদ উদ্দিন আহম্মেদ,প্যানেল মেয়র অঙ্কন কর্মকার,উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,কাউন্সিলর মহন মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।