সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রি- হাইব্রিড ধান ৫ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস ৫মে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানার শাকহদ গ্রামের কৃষক শহীদুল ইসলামের জমিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক শহীদুল ইসলাম জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় পাটকেলঘাটা ঊসী সীডস থেকে বীজ সংগ্রহ করে ২৫ শতাংশ জমিতে তিনি ধান রোপন করেন। তিনি জানান এ ধানে রোগবালাই কম উচ্চ ফলনশীল, লবন সহিষœু এবং কম খরচে অধিক ফলন পাওয়া যায়। এ জাতের ধানের আয়ুষ্কাল ব্রি ধান ২৮ জাতের অনুরুপ। ৫ ডিসেম্বর বীজ রোপন করা থেকে ৫ মে ১৪৮ দিনে ফসল কর্তন করা হল। গতকাল সকাল ১০টায় ফসল কর্তন কালে দেখা গেছে এ জাতের ধানে হেক্টর প্রতি ফলন ১৩.২০ মেট্রিক টন যা বিঘা প্রতি ৪৩ মন। উসী সীডস এর সত্ত্বাধিকারী কৃষিবিদ উত্তম মজুমদার বলেন যা বাংলাদেশের সর্বোচ্চ ফলন। আগামী দিনে বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এ জাতের ধান গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখবে। মঙ্গলবার ফসল কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত উপপরিচালক মোঃ জসিম উদ্দীন,ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনেরপোতা এর প্রধান ড. মোঃ মোশারাফ হোসেন,কৃষিবিদ উত্তম কুমার মজুমদার,উপ সহকারী কৃষি কর্মকর্তা দিলিপ কুমার ঘোষ। কৃষি সম্প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নূরুল ইসলাম বলেন উচ্চ ফলনশীল এ ধান চাষে অনেক সফলতা পেয়েছে কৃষক। এ ধানে অধিক ফলন হওয়ার কারণে কৃষক এই হাইব্রিড ধান চাষে আগামীতে বেশ মনোযোগী হবে বলে আমার বিশ্বাস। তিনি কৃষকদের সকল বিষয় পরামর্শ প্রদানের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।