ভারত ফেরত যুবকের পর এবার রাজশাহীর তানোর থানার পুলিশ কন্সটেবল ও পরিছন্ন কর্মীর শরীরে নমুনা সংগ্রহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেক হাসপাতাল ল্যাবে পরিক্ষাকৃত রির্পোট অনুযায়ী নমুনা পরীক্ষায় (০৪ মে) সোমবার সন্ধ্যায় করোনা পজিটিভ আসে।
আক্রান্তরা হলেন, তানোর থানার পুলিশ কনস্টেবল আলী হোসেন (৪২) ও থানার পরিছন্নকর্মী আব্দুল মালেক (৩৩)। কনস্টেবল আলী হোসেন থানার ওয়ালেস রেডিও বিভাগে কর্মরত। তিনি তানোরে আক্রান্ত এক রোগীর বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে, পরিছন্নকর্মীর আক্রান্ত হওয়ার উৎস পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিসংখ্যানবিদ মোহাম্মদ মোতাহার আলী।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, করোনায় আক্রান্ত দু’জনই থানা স্টাফ। একজন কনস্টেবল, অন্যজন পরিচ্ছন্ন কর্মী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে ফোনে জানিয়েছেন। বিষয়টি নিয়ে পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, থানা স্টাফের দুইজনের করোনা পজিটিভ আসার বিষয়টি অবগত হয়েছি। দ্রুত তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। একই সাথে আক্রান্তদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে কোয়ারেনটাইনে পাঠানো হবে। পর্যায়ক্রমে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
প্রসঙ্গ, এরআগে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় (২৮ এপ্রিল) গত মঙ্গলবার সন্ধ্যায় করোনা পজিটিভ আসে। ওই যুবক তানোর উপজেলার হাঁপানিয়া গ্রামের জার্জিসের পুত্র নছিব উদ্দিন (১৮)। তানোরে এযাবৎ পর্যন্ত ৩ জন করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে।