প্রাথমিকভাবে পাইলটিং বেসিসে শ্রীমঙ্গল উপজেলার ৯৬০৭ জন বয়স্ক ভাতা, ২১২৫ জন বিধবা ভাতা ও ১৮৫৯ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রাপককে জি২পি পদ্ধতিতে পেমেন্ট কার্যক্রম শুরু হয়েছে।
৩ মে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদে এই পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী ও কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান।
এর আগে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপকারভোগীদের এনরোলমেন্ট করা হয় এবং ব্যাংক এশিয়া প্রত্যেক উপকারভোগীর নামে একাউন্ট খোলে।
শ্রীমঙ্গল উপজেলায় সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে ব্যাংক এশিয়া লিমিটেড।