জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রুটির কারণে একমাস বন্ধ থাকার পর আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।গত রবিবার (৩ মে) দিবাগত রাতে মেরামত কাজ শেষ করার পর ওই রাতে কারখানাটির চালু করে ইউরিয়া উৎপাদন শুরু করে।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মঈনুল হক জানান, কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় গত ৪ এপ্রিল সন্ধ্যায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কারখানার নিজস্ব কারিগরি সহায়তায় টানা এক মাস মেরামত কাজ শেষে রোববার (৩ মে) দিবাগত রাত ১১টার দিকে কারখানা চালু করে উৎপাদনে যায়।
জানাযায় গত ২০১৮ সালের ২৭ নভেম্বর ভোরে অ্যামোনিয়া প্লান্টে স্টার্স্টআপ হিটার পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সার কারখানার ব্যাপক ক্ষতি হলে গত ২০১৯ইং সালের ১১ ডিসেম্বর পর্যন্ত কারখানাটি বন্ধ থাকে। পরবর্তি বিদেশী কারিগড়ি সহায়তাসহ প্রয়োজনীয় মালামাল আনায়ন করে কারখানাটি উৎপাদনে যায়।