মোল্লাহাটের গাওলা গ্রামে একই গোত্রের দুই পরিবারের সিমাহীন অত্যাচার-জুলুমে অতিষ্ঠ হয়ে মুক্তির দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে অসহায় একটি পরিবার।
পরিবারটি জানায়-নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামী দুই ভাই সলেমান শেখ ও খলেক শেখসহ তাদের সন্তানদের দৌরাত্বে প্রতিবেশীরা অশান্তি পোহাই। অসহায় মানুষের সাথে খারাপ/মারমূখি আচারণ করা ওই দুই ভাইসহ তাদের পরিবারের নেশা ও পেশা। এরই ধারাবাহিকতায় গত ২৭/০৪/২০ ইং তারিখে প্রতিবেশী মৃত মান্নাফ শেখের এক খন্ড জমির বেড়া কেটে ফেলে সলেমান শেখ ও খালেক শেখের নেতৃত্বে ৬/৭ জনে। তখন বাধা দিতে যাওয়ায় জমির মালিকের স্ত্রী মরিয়ম (৭০)’কে মারতে উদ্ধত হয় তারা। এছাড়া ওই বৃদ্ধ মহিলার ছেলে আবুল কাশেমকে হত্যার হমকী দিয়ে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। আবুল কাশেম দৌড়ে প্রাণে রক্ষা পেলেও এখনো চরম আতংকে দিন কাটছে তাদের। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করছেন ওই বৃদ্ধ মহিলা ও তার ছেলে।
এবিষয়ে সলেমান শেখ বলেন-তাদের নামে অনেক গুলো মিথ্যা মামলা হয়েছে। মূলত তারা কোন অপরাধ করে নাই।