শ্রীমঙ্গলে ভোক্তা আইনে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৌলভীবাজারে অবস্হিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন।
সহকারী পরিচালক মো. আল আমিনন জানান, অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।
এসময় হবিগঞ্জ রোডে অবস্থিত আপনজন ষ্টোরকে ১ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত জননী ষ্টোরকে ২ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত ইরফান ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আল আমিন জানান, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।