কচুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২দিনে ৬ দোকানে ২৩০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায় গত ০৩ মে কচুয়া বাজারে সরকারের আদেশ অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার অপরাধে ১টি দোকানে ৫০০০/=টাকা করে মোট ৩টি দোকানে -১৫০০০/=টাকা এবং গতকাল ৪ মে মাদার তলা বাজারে মুদি দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ৩টি দোকানে ৮০০০/= টাকা জরিমানা আদায় করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড মোহম্মদ শহীদুল্লাহ।