কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউনিয়নে ইস্যু হওয়ার ১২ মাস পরেও ভিজিডি কার্ড হাতে পাননি নিলুফা (৩৯) নামে এক নারী। তিনি মরিচা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ মোল্লার মেয়ে। নিলুফা নিজের নামে হওয়া ভিজিডি কার্ড ইউনিয়ন পরিষদে নিতে গেলেও বার বার খালি হাতে ফিরিয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যানে শাহ-আলম বলে অভিযোগ করেছেন তিনি।
নিলুফা তার অভিযোগে জানায়, ২০১৯ সালে ১১ মার্চ নিলুফা নামে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মাসে ৩০ কেজি খাদ্যশস্যের ভিজিডির কার্ড ইস্যু করা হয়। যার কার্ড নম্বর ২। নিজ নামে ভিজিডির কার্ড হয়েছে সেটা জানা শর্তেও ১২ মাসে ৩০ কেজি করে ১২ বস্তা চাউল ইউপি চেয়ারম্যান শাহ-আলম উত্তোলন করে নিয়েছে বলে তিনি তার অভিযোগ উল্লেখ্য করেছেন।
ভুক্তভোগী নিলুফা তার অভিযোগে আরোও উল্লেখ্য করেন, ২০১৯ সালের ১১ মার্চ আমার নামে ভিজিডি চালের কার্ড হয়। কিন্তু চেয়ারম্যান শাহ আলম আমার নামের কার্ড দিয়ে তিনি নিজেই চাউল উত্তোলন করছেন বলে আমি জানতে পারি। কিছুদিন পর চেয়রম্যানের কাছে আমার চাউলের কার্ড চাইতে গেলে তিনি বার বার আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। পরে গত ২১/০৭/২০১৯ তারিখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর ভিজিডি’র কার্ড ফিরে পেতে একটি লিখিত অভিযোগ করি। কিন্তু ৯ মাস পার হলেও কোন সুরাহা হয়নি।
অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোন অভিযোগ আমি কখনও শুনিনাই এমন কোন অ-মিল আমার ইউনিয়নে হয় নাই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে এসকল বিষয় মহিলা বিষয়ক কর্মকর্তার তাই তার সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বর্তমান কর্মকর্তা ইশরাত জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মাত্র দুই মাস আগে এখানে এসেছি তাই এ ব্যাপারে তেমন কিছু জানিনা। তবে বিষয়টি উপজেলা নির্বাহী বরাবর জাননো হবে। কারণ আমি মহিলা বিষয়ক কর্মকর্তা হলেও তিনিই আমাদের কমিটির সভাপতি। তাই নিয়ম অনুসারে যেকোন ব্যবস্থা তিনিই নিবেন।