সারাদেশ করোনা সংক্রমণে যখন সব কিছু লকডাউন চলছে ঠিক তখনো থামাতে পারেনি প্রেম আদায়ে প্রেমিকার মন।
প্রেমের স্বীকৃতি পেতে সকাল হতে চলছে প্রেমিকের বাসার সামনে প্রেমিকার অনশন। বাসার সামনে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাসা হতে পালিয়ে গেছে নিষ্ঠুর প্রেমিক।
এই ঘটনায় জানাজানি হলে এলাকার লোকজনও প্রেমিকার অনশন দেখতে ভীড় করছে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বোগদামারি গ্রামে।
জানাযায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর কোঁদালকাটি গ্রামের নবম শ্রেণী পড়ুয়া এক মেয়ের সাথে বোগদামারি গ্রামের মইদুলের ছেলে রুবেলের সাথে তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চর এলাকার রুবেলের এক চাচার বাড়ী যাওয়া আসা সূত্রে প্রেমের সম্পর্ক গড়ায়। এই প্রেম আরো গভিরে যায়। মোবাইল ফোনে কথাবার্তা চলতো। কিন্তু প্রেমিক রুবেল মধ্যে খানে হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেয়।
প্রেমিকার ভাই হুমায়ুন কবির সিলন জানায়, গত তিন রোযায় ওই ছেলে আমার বোনকে রাত ২ টায় ফোন করে ডাকে। সে বাসাহতে ওই রাতেই বেড়ীয়ে আসতে চাইলে আমরা আটকে রাখি।
মহিশালবাড়ী আমার মামার বাসায় আসলে এই সুযোগে আজ সোমবার সকালে ছেলের বাসায় চলে যায়। সে ওই ছেলেকে ছাড়া কিছুই বুঝছে না। আমরা চাই এর একটা কোন সুরাহা হোক।
প্রেমিক রুবেলের নানা আবদুস সালাম জানান, মেয়েটি আজ সকালে চলে এসেছে। আমার নাতির সাথে মনেহয় আগে সম্পর্ক ছিলো এখন নাই। সে বাইরে কাজ করে। প্রেমিকা বাসায় এসেছে আপনার নাতির সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ হইছে কিনা তা জানতে চাইলে বলে, না কোন যোগাযোগ হয়নি তার মোবাইল নাই। তবে তিনি জানান মেয়ের অভিভাবক সহ লোকজন আসলে বিষয়টি নিয়ে বসতে হবে।
এদিলে এলাকাবাসী বলছে ছেলের নানাই তার অভিভাবক সে কৌশলে ছেলেটাকে বাড়ী হতে দূরে রেখেছে।
স্থানীয় ইউপি সদস্য সাদিকুল বলেন, মেয়ে ও ছেলের পরিবারের সাথে কথা বলে কি করা যায় তার ব্যবস্থা চলছে।
ওই ঘটনায় প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র হতে পুলিশ গিয়ে তদন্ত করে দেখতে বলে জানাগেছে।
সোমবার বিকেল ৫ টা পর্যন্ত প্রেমিকা প্রেমিকের বাসার সামনেই অবাস্থান করছিলো।