করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কর্মহীন দুঃস্থ ভিডিপি সদস্য সদস্যাদের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে কালীগঞ্জ উপজেলার দুঃস্থ ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে ত্রাণ বিতরণ করেন আসাদুর রহমান উপজেলা প্রশিক্ষন ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)।উপজেলা প্রশিক্ষিকা নাজনীন আখতার ও সাথে ছিল বিভিন্ন ইউনিয়নের দলনেতা দলনেত্রী ও য়ার্ড দলনেতা দলনেত্রীসহ প্রমুখ।
ত্রাণ বিতরণকালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। উল্লেখ্য,কালীগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডে মোট তিনশত জনকে ভিডিপি সদস্য সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল,দুই কেজি আলু,এক কেজি পেঁয়াজ, একটি সাবান ও একটি মাস্ক।