কালীগঞ্জে অসহায় হতদরিদ্রদের ভাতার কার্ড পাইয়ে দেবার প্রলোভনে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক মহিলা ইউপি সদস্য। তিনি হলেন উপজেলার মালিয়াট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহিনা বেগম। তার এহেন অপকর্মের বিচার প্রার্থনা চেয়ে ভুক্তভোগী কমেলা বেগম রোববার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ করেছেন।
প্রতারনার শিকার ওই গ্রামের ১০ জন ভুক্তভোগী স্বাক্ষরিত দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ওই মহিলা সদস্য শাহিনা বেগম নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে এলাকার মানুষের সাথে প্রতারনা করে আসছেন। তিনি তার ওয়ার্ডের পাঁচ কাউনিয়া গ্রামের অসহায় দুঃস্থ্য নারীদের বিধবা ভাতা, পুরুষদের বয়স্কভাতা, পঙ্গুভাতা ও অগভির নলকুপ পাইয়ে দেবার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও ওই গ্রামের হতদরিদ্র মহিলা ফরিদা বেগমের ১৫ মাসের ভিজিডির চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। টাকা নিয়ে সে গত এক দেড় বছর ধরে ভুক্তভোগীদের সাথে নানা তালবাহানা করছিল। সর্বশেষ বাধ্য হয়ে অসহায় ক্ষতিগ্রস্থরা কালীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগটি করেছেন।
ইউপি সদস্য শাহিনা বেগম তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বলেন, অভিযুক্তদের অনেকেরই তিনি চিনেন না। পরিষদের কাজকর্ম তার স্বামী ফসিয়ার মৃধাই বেশি করেন। তিনি কারো নিকট থেকে কোন টাকা নেননি। তবে তার স্বামী টাকা নিয়েছেন কিনা শুনে পরে জানাবেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা জানান, দুঃস্থ অসহায়দের কার্ড দেবার কথা বলে এক মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি অভিযোগের তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানান।