দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর ২৯তম স্প্যান (৪-এ) পিলারের ওপর বসানো হয়েছে। গতকাল সোমাবার সকাল পৌনে ১১টার সময় দেশি-বিদেশি প্রকৌশলীদের সহায়তায় স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর বসানো হয়। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পদ্মা সেতুর ৪দশমিক ৩৫ কিলোমিটার দৃশ্যমান হলো। আর মত্র ১২টি স্প্যান বসানো হলেই সম্পুর্ন দৃশ্যমান হবে পদ্মা সেতু।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান,সংশোধিত সিডিউল অনুযায়ী চলতি বছরের নভেম্ভর এর মধ্যে সবকটি স্প্যান বসানোর কথা থাকলেও যে গতিতে কাজ চলছে,এতে আগষ্টের মধ্যে বাকী স্প্যান বসানো যাবে বলে মনে হচ্ছে।তিনি আরো জানান, করোনার কারণে পুরো প্রকল্পটিই আইসোলেটেট রাখা হয়েছে। তাই এখানকার দেশি-বিদেশি কর্মীরা অনেকটাই নিরাপদ। তাই এখানে নিরাপদ দূরত্বে অবস্থান করে কাজ করতে সমস্যা হচ্ছে না। বাইরের কাউকেই এখানে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে করোনার স্বাস্থ্যবিধি সবই মেনে চলা হচ্ছে।
প্রসঙ্গত; মাওয়া প্রান্তে ২০টি স্প্যানের মধ্যে ১০ টি পদ্মা নদীর মাঝের ০১ টি বেং জাজিরা প্রান্তে ২০ টির মধ্যে ইতোমধ্যে ১৮ টি স্প্যান বসানো শেষ হয়েছে।সংশ্লিষ্টদের মতে ,মোট ৪১টি স্প্যানের মধ্যে এ পর্যন্ত ৩৯টি স্প্যান দেশে পৌছেছে তার মধ্যে ২৯ টি বসানো সম্পন্ন হলো। মাওয়া কনষ্ট্রাকশন ইয়ার্ডে ১০টি স্প্যান ওয়েল্ডিং,আ্যসেম্বলিং ও পেইন্টিং এর কাজ চলমান রয়েছে। সর্বশেষ ২ টি স্প্যানের ২৩০টি নোড/কর্ড অংশের মধ্যে ১৯৩টি ইতোমধ্যে চীন হতে মোংলা বন্দরে পৌছেছে আগামী ১ সপ্তাহের মধ্যে তা মাওয়ায় পৌছবে বলে আশা করা যাচ্ছে।অবশিষ্ট ৩৭ টি নোড/কর্ড চীনে তৈরী শেষে শিনহোয়াংডাও বন্দরে লোডিং হচ্ছে এবং আগামী ৫ মে এসব মালামাল ভর্তি নৌযান বাংলদেশের উদ্দ্যেশে রওয়ানা হয়ে জুন মাসের প্রথম সপ্তাহে পৌছবে।
উল্লেখ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।নানা প্রতিক’লতা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের সিনো হাইড্রো করপোরেশন।