বর্তমান করোনার দুর্যোগময় পরিস্হিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিলো শ্রীমঙ্গলের খাসিয়া সম্প্রদায়। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যােগে পরিচালিত শপ-২০ তে বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন, ছোলা প্রভৃতি প্রদান করেছে খাসিয়া সম্প্রদায়।
রোববার হোসেনাবাদ ও জুলেখানগর খাসিয়া পুঞ্জির পক্ষ থেকে ৫ বস্তা চাল, ৩ বস্তা আলু, ৩ কার্টুন তেল ও ৫০ কেজি লবন হস্তান্তর করা হয়। শ্রীমঙ্গল উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম উপস্হিত থেকে এসব পণ্য গ্রহন করেন।
এর আগে গত ২৬ এপ্রিল নাহার খাসিয়া পুঞ্জির পক্ষ থেকে ৩ বস্তা ছোলা ও ২৫ এপ্রিল লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির পক্ষ থেকে ১০ বস্তা আলু, ২ বস্তা ডাল এবং ২২ এপ্রিল লাংলিয়া ও হোসেনাবাদ খাসিয়া পুঞ্জির পক্ষ থেকে ৩০ বস্তা চাল গ্রহন করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জনাব নজরুল ইসলাম।
করোনা প্রতিরোধ কমিটি সুত্র জানায়, যারা সরকারি, বেসরকারিভাবে বিনামুল্যে খাদ্যপণ্য পাচ্ছেন না সেরকম নিম্ন, স্বল্প ও মধ্যম আয়ের পরিবারের মাঝে প্রতিকীমুল্যে এসব পণ্য মানুষের ঘরে পৌছে দেয়া হবে।
সামাজিক দুরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, আমরা আসছি-- এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ব্যবস্হাপনা ও পরিচালনায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন গ্রহন করেছে ব্যতিক্রমী এই প্রশংসনীয় উদ্যােগ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব রক্ষা ও জনগণকে নিজ নিজ ঘরে অবস্থানে উদ্ধুদ্ধ করতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে প্রতীকীমূল্যে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।
পণ্যতালিকায় রয়েছে চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ। চাল ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, তেল ৫০০ গ্রাম ও ডাল ৫০০ গ্রাম মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে। উপর্যুক্ত পণ্যগুলো যদি কেউ একটি বা দুইটি নিতে চান তবে প্রতিটি পণ্য ২০ টাকায় নিতে পারবেন।
শপ-২০ এর হটলাইন নাম্বার ০১৭০০-৭১৭১৩৮ এ ফোন দিলেই আপনার ঘরের দরজায় পৌছে যাবে শপ-২০ এর ভ্রাম্যমান দোকান।