কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে বয়স্ক ও বিধবা মৃত ব্যক্তিদের নামে টাকা উত্তোলনের নেক্কারজনক ঘটনার সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কালিগঞ্জ থানা পুলিশ। রবিবার (৩ মে) সকালে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের ভুক্তভোগীদের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, হাফ লিটার তেল, ২ কেজি আলু, ৫ শ’ গ্রাম পেয়াজ, ১ প্যাকেট লবণ ও ১ টি সাবানের সমন্বয়ে একটি করে প্যাকেজ প্রদান করা হয়।
এ সময় তিনি বলেন, সরকারি নির্দেশনা সবার মেনে চলা উচিত। পাশাপাশি নিজে পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন। আপনার সন্তানদের পরিচ্ছন্ন রাখবেন।হাত ভালোভাবে ধৌত করবেন। করোনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শকসহ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।