মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ২৯ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সার্কিট হাউজে জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার সংবাদপত্র কর্মীদেও প্রত্যেকের হাতে ১০ কেজি চাল,২ কেজি ডাল,১ লিটার ভোজ্য তৈল,ও একটি সাবান তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)দীপক কুমার রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহমেদ উপ¯িথত ছিলেন। পরবর্তিতে পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় অনুরুপ সহায়তা প্রদান করা হবে বলে জেলা প্রশাসক জানান।