গাজীপুরের কাপাসিয়ায় করোনা প্রাদুর্ভাবের ফলে খেটে খাওয়া নি¤œআয়ের মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন সমাজের বেদে সম্প্রদায়ের অবহেলিত মানুষগুলো। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। ৩ মে, রবিবার বিকালে কাপাসিয়ার তরগাঁওয়ে খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী তীরবর্তী এলাকায় ৩৯ টি বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ত্রান সামগ্রী বিতরণের সময় এস পি শামসুন্নাহার বলেন, করোনার এই দুঃসময়ে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা ‘দিন আনে দিন খায়’ তাদের অবস্থা খুবই করুন। বিশেষ করে বেদে সম্প্রদায়ের লোকজন চরম দুঃসময় পার করছে। তাই আমাদের পক্ষ থেকে যথাসম্ভব ত্রাণ সামগ্রী বিতরণ করে সাহায্য করার চেষ্টা করছি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডাঃ নন্দিতা মালাইকার, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যরা।