গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবাই কার্যত অবরুদ্ধ। এ সময় উপজেলা ছাত্রলীগের ধান কাটা অব্যাহত রয়েছে।
রবিবার (৩ মে) পবিত্র রমজান মাসে রোজা রেখে ‘কৃষক বাচলে বাচবে দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা ও গাজীপুর-৫ কালীগঞ্জের সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি’র নির্দেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি তানভির মোল্লা ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান মোক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে রামচন্দ্রপুর গ্রামের কৃষক আলফাউদ্দিনের দুই বিঘা জমির ধান কেটে মারাই করে বাসায় পৌছে দেন।
কৃষক আলফাউদ্দিনের বলেন, আমরা কৃষক। প্রতি বছরই আমরা দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের দিয়ে ধান কাটাই। এ বছর করোনার কারণে শ্রমিক না আসায় ধান কাটা নিয়ে বিপাকে পড়ে ছিলাম। আজ ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমার ধান কেটে ঘরে তুলে দিলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্য দোয়া করি। ছাত্রলীগ কর্মীদের ধান কাটা অব্যাহত থাকলে বন্যা, ঝড়, শিলা বৃষ্টির আগেই সবার ধান ঘরে উঠবে। ফলে দেশের খাদ্য সংকট কমে যাবে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা বলেন, দেশের এ ক্রান্তিকালে কৃষকেরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যে ফসল ফলিয়েছে সেই ধান কৃষি শ্রমিকের অভাবে মাঠ থেকে কেটে ঘরে তুলতে পারছে না। তাই ‘কৃষক বাচলে বাচবে দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা ও গাজীপুর- ৫ কালীগঞ্জের সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও গাজীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে আমি উপজেলা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে নিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছি। এ ধান কাটার জন্য একটি সাহায্যকারী টিম তৈরি করে তাদের মধ্য হতে ১৫ সদস্য নিয়ে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কৃষক আলফাউদ্দিনের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে নিয়ে ধান মাড়াই করে দিয়ে এসেছি। আরো জানান, মাঠে কৃষকদের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সেলিমসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।