ঝিনাইদহের মহেশপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি, দৈনিক ইনকিলাবের মহেশপুর সংবাদদাতা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটনের বাবা আলহাজ্ব আবদুর রহমান গতকাল রোববার ভোররাতে শ্যামকুড় গ্রামের নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন ইন্নালিল্লাহি---রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৯৬) বছর। মৃত্যু কালে তিনি ৫ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
এদিকে মহেশপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটনের বাবা আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারণ সম্পাদকমীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহেশপুর পৌর মেয়র আবদুর রশিদ খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকার,থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান,সীমান্ত বাণী পত্রিকার সম্পাদক আবদুর রাজ্জাক,মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহমান,আজকালের খবরের মহেশপুর প্রিিতনিধি সাংবাদিক অসীম মোদক ভোবেব কাগজের মহেশপুর প্রতিনিধি নাসির উদ্দীন,সংবাদ প্রতিনিদের মহেশপুর প্রতিনিধি বাবর আলী বাবু, সাংবাদিক বিএম আজাদ,আব্দুল মালেক,আব্দুল কাদের প্রমুখ।