দাকোপে করোনা ভাইরাস মোকাবেলায় চালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ¯েœহধন্য ভাই শেখ সোহেল।
রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মাঠে শেখ সোহেলের পক্ষে এই ত্রাণ সামগ্রী কর্মহীন ১শ’ পরিবারের হাতে তুলে দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিতরনকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগনেতা শিবপদ পোদ্দার, চালনা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া যুবলীগনেতা নিতাই বাছাড়, পৌর যুবলীগ নেতা আরাফাত আজাদ প্রমুখ।