জয়পুরহাট ক্ষেতলালে শিবপুর গ্রামের ট্রাক চালকের শরীরে করোনা শনাক্তের পরেও কোয়ারেন্টিনে না থেকে ভাড়ায় ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক হাবিবুর রহমান। গত সোমবার তার শরীরে করোনা উপস্থিতি ধরা পড়ে। করোনা আক্রান্তের তথ্য জেনে ট্রাকচালককে আইসোলেশনে নিতে স্বাস্থ্য বিভাগের লোকজন যান তার বাড়িতে। কিন্তু তিনি পালিয়ে ট্রাক নিয়ে চলে যান। এ ঘটনায় তোলপাড় শুরু হয়।
হাবিবুরের পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক চালানোর কারণে গত শনিবার বাড়ীতে আসার পর করোনাভাইরাস পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু হাবিবুর তার পরিবারের সঙ্গে মেলামেশাসহ গ্রামের বন্ধুদের সঙ্গেও কয়েকদিন সময় কাটায়। পরের দিন সন্ধ্যায় রিপোর্ট আসে হাবিবুর করোনা আক্রান্ত। তবে হাবিবুরের করোনা আক্রান্তের খবর গ্রামে ছড়ানোর পর আতঙ্ক বিরাজ করলেও প্রশাসন অথবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের তাৎক্ষণিক সতর্কতামূলক কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে হাবিবুরের স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ জন এবং তার সংস্পর্শে আসা আরও ৮ জনের নমুনা সংগ্রহের পর বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগীতায় পালিয়ে যাওয়া ট্রাক চালক করোনা উপস্থিতি শনাক্তকারী হাবিবুর রহমানকে এলাকায় ফিরিয়ে আনা হয়। তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আইসোলেশনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম পরিস্থিতি জেনে ফোনে কথা বলেন ট্রাকচালকের সাথে। এরপর শনিবার সন্ধ্যায় তিনি বগুড়ার দুপচাচিয়া এলাকায় পৌঁছে চেয়ারম্যানকে জানান। পরে স্বাস্থ্য বিভাগ অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে আক্কেলপুরের গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নিয়ে যায়।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, ‘সোমবার রাত থেকে ট্রাকচালক পলাতক ছিলেন। বৃহস্পতিবার তিনি ফিরে আসায় তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে।’