মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ বড় ভাইকে নাগালে না পেয়ে ভাতিজাকে ভেলা দিয়ে কুপিয়ে যখম করেছে সৎ কাকা। শনিবার বিকেলে উপজেলার গাড়ফা গ্রামে মোল্লাহাট থানা সংলগ্ন সিকদার বাড়ি ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় যখম ১০ম শ্রেণির ছাত্র শাহরিয়ার নাজিম জয়’কে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যখমী পরিবার জানায়-মৃত শাহাজাহান সিকদারের প্রথম পক্ষের ছেলে জামান সিকদার (৬০)’র সাথে ২য় পক্ষের ছেলে জুয়েল (৩০)’র জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে জুয়েল তার সৎ ভাই জামানকে বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছে। ঘটনার সময় জামান সিকদারকে হত্যার জন্য তার ঘরের দরজায় গিয়ে ধারালো ভেলা দিয়ে কোপ ছুড়ে, জামান সিকদার দরজার আড়ালে লুকানোর কারণে প্রানে রক্ষা পায়। ওই সময় জামান সিকদারের ছেলে ১০ শ্রেণির ছাত্রকে ভেলা দিয়ে কোপ দিলে সে পালাতে চেষ্টা করায় তার ফিছনে লেগে গুরুতর যখম হয়। জুয়েলকে এহেন যঘন্য কর্মে তার বোনসহ কয়েক জনে সহযোগিতা করে বলেও জানান তারা। এঘটনার যথাযথ বিচার দাবী করেন পরিবারটি। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।