শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ বছরের এক শিশু। শনিবার রাত ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের পরীক্ষা থেকে তার করোনা সনাক্তের রিপোর্ট শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সে এসে পৌছে। এ নিয়ে শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াঁল ৪ জনে।
এ ব্যপারে রাত সাড়ে ১১ টার দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলামের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা শিশুটির বাসায় যাচ্ছি। বাসাটি লকডাউন করা হবে এবং শিশুটির পরিবারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এদিকে রাত সোয়া ১২ টার দিকে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর সাথে সেলফোনে যেগাযোগ করা হলে তিনি জানান, শিশুটির পজিটিভ রিপোর্ট আসার পর রাতেই শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন এবং আমি শিশুটির বাড়ি সিন্দুরখান ইউনিয়নের বেলতলী রওয়ানা হয়ে যাই।
তিনি জানান, শিশুটি সুস্হ রয়েছে। তার বাড়িতে হোম আইসোলেশনে আছে এবং তার করোনার কোন উপসর্গ পরিলক্ষিত হয় নাই।
ডা. সাজ্জাদ আরো জানান, শিশুটি তার পরিবারের সাথে নরসিংদি থেকে বেড়িয়ে আসার পর গত ২৭ তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
রাত পৌনে একটায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম মহোদয়ের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুটির পরিবারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি। তিনি আরো জানান, শিশুটির বাড়িসহ তিনটি বাড়ি রাত পৌনে ১২ টার দিকে লকডাউন করা হয়েছে। এছাড়াও সিন্দুরখান বাজারে একটি ফার্মেসীও লকডাউন করা হয়েছে।