মৌলভীবাজার জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ও ইউনিসেফ বাংলাদেশ'র সহযোগীতায় করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে করনীয় বিষয়ক সচেতনতামুলক বার্তা প্রচার করে যাচ্ছে।
এর অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল উপজেলার ইউনিয়ন পর্যায়ে 'সড়ক প্রচার' করে যাচ্ছে মৌলভীবাজার জেলা তথ্য অফিস।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, সাতগাঁও, আশিদ্রোন, রাজঘাট, সিন্দুরখান ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় জনগণকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন করা হয়।
জরুরী প্রয়োজন না হলে বাড়িতে থাকা, স্বাস্হ্যসেবা, ঔষধ বা অত্যাবশ্যক জিনিষ কেনার জন্য বাড়ির বাইরে বের হলে তিনফুট দুরত্ব বজায় রেখে চলা, কাজ শেষে দ্রুত বাড়ি ফেরা, দোকানের সামনে, গলিতে বা রাস্তায় ভীড় না করা প্রভৃতি বিষয়ে অডিও টেপে সম্প্রচার করে জনগনকে সচেতন করা হয়।
অডিও টেপে আরো বলা হয়, যদি কারও জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকস্ট দেখা দেয় তাহলে ৩৩৩ বা ১৬২৬৩ বা ১০৬৫৫ নম্বরে ফোন করে শারিরিক অবস্হা সম্পর্কে জানান ও চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরন করুন, বাড়িতে থাকুন, নিজেকে, প্রিয়জনকে এবং এলাকাবাসীকে সুরক্ষিত রাখুন।
সড়ক প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. আব্দু্ছ ছাত্তার এবং অফিস সহায়ক মোঃ জাকির হোসেন ।