সরিষাবাড়ীতে প্রাণঘাতি করোনা পরিস্থিতির কারনে এবং রমজানের রোজা উপলক্ষে অসহায় দরিদ্র দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, হোটেল শ্রমিক, নর সুন্দর, চা বিক্রেতাসহ নি¤œ আয়ের মানুষ যারা এখন কর্মহীন হয়ে ঘরে বসে আছেন তাদের বাড়ী বাড়ী গিয়ে ত্রান বিতরন করেছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। তিনি গত শনিবার (২ মে) বিকেলে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের সহোযোগীতায় এ ত্রান বিতরন করা হয়।
এ ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমানসহ আরও অনেকে।
এসময় পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকায় বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে প্রায় চার শতাধিক দিনমজুর, রিক্সা চালক, হোটেল মেছিয়ার, নর সুন্দর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নি¤œ আয়ের মানুষের মাঝে দশ কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক লিটার করে সোয়াবিন তেল, এক কেজি আলু, খেজুর, চিনিসহ হাত ধোয়ার জন্য একটি করে সাবান বিতরন করা হয়।