প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে কৃষকেরা দুঃচিন্তায় ভুগছেন। ঠিক তখনি সরিষাবাড়ি উপজেলার কৃষকদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। তিনি সরিষাবাড়ি উপজেলার কৃষকদের ধান কাটার সুবিধার্থে ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারিভাবে নিয়ে এসেছেন ।
তিনি গত শনিবার (২মে)দুপুরে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইড় এলাকার কৃষকের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন এবং ধান কাটা মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, আগামি সপ্তাহে মধ্যে আরও ৩টি মেশিন সরবরাহ করবে কৃষি মন্ত্রণালয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটতে সক্ষম, সারা দিনে ১০-১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকড়ের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় সরিষাবাড়ি'র কৃষকরা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন।
এ সময় জেলা কৃষক লীগের সভাপতি মুখলেছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানায়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,ওসি মুহাম্মদ মাজেদুর রহমান,উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, সাধারন সম্পাদক আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান শামস উদ্দিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।