প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় ইসলামপুরে উপজেলা প্রশাসন, সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে পারসোনাল প্রটেকটিভ ইকুইটম্যান পিপিই দিয়েছেন জাতীয় পার্টি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শিল্পপতি মোস্তফা আল মাহমুদ।
গত শনিবার (২ মে) জাতীয় পার্টি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শিল্পপতি মোস্তফা আল মাহমুদের তিনি নিজস্ব অর্থায়নে এসব পিপিই ওইসব দপ্তরে পিপিই গুলি বিতরণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষে ইসলামপুর সার্কেল এ.এস.পি সুমন মিয়া ও উপজেলায় কর্মরত সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পিপিই গ্রহন করেন।
এ সময় ইসলামপুর উপজেলা ও পৌর শাখার জাতীয় পার্টি’র বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।