ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার কুশমাইল পাগলা পাড়া সংলগ্ন গ্রাম থেকে লিমা আক্তার (১৮) এক গৃহবধূর লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
তিনমাস আগে খালাত ভাই শাকিলের সাথে বিয়ে হয় কলেজ ছাত্রী লিমার। গত রাতে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়।
শাকিলের পরিবার দাবী করছে স্বামীর সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এঘটনায় স্বামী শাকিল ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, নববধূ আত্মহত্যার ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য মচিমহায় পাঠানো হয়েছে।