শ্রীমঙ্গলে আজ শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও লকডাউন কার্যকরণে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন।
এ সময় সরকারি আঁদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ইত্যাদি অপরাধে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন হারে সর্বমোট ৩০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।