প্রাণঘাতি করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় ইসলামপুরের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, মোস্তোফা আল মাহমুদ পারসোনাল প্রটেকটিভ ইকুইটম্যান পিপিই প্রদান করেছেন। গত শুক্রবার (১ মে) বিকালে তিনি স্থানীয় ডাকবাংলো সাংবাদিকদের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে ২০সেট পিপিই প্রদান করেন। এ সময় সাংবাদিকদের পক্ষে পিপিই গ্রহণ করেন ইসলামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ।