গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ বাজারে শুক্রবার বিকেলে ঘোষিত লকডাউন অমান্য করে ইফতার সামগ্রীর দোকান বসানোর খবর পেয়ে পুলিশ তাতে বাধা দেয়। এতে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা করলে ৩ পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার এবং কর্তব্য কাজে বাধা দেয়ার অপরাধে পুলিশ বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
জানা যায়, পহেলা মে, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার রায়েদ বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ব্যবসায়ীরা ইফতার সামগ্রীর দোকান বসায় এবং অন্যান্য দোকানপাটও খোলা রাখে। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় জমে। খবর পেয়ে স্থানীয় সিংহশ্রী ক্যাম্পের ইনচার্জ এএসআই সেকান্দর আলীর নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে দোকানীদের বুঝানোর চেষ্টা করে। এ সময় কিছু লোকজন ভয়ে ছুটাছুটি শুরু করলে একটি দোকানের বাউন্ডারী গ্লাস ভেঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়ে যায়। পুলিশ চলে আসার এক পর্যায়ে জনৈক মকবুল ও বাদল মেম্বারের নেতৃত্বে উশৃঙ্খল ব্যবসায়ীরা লাঠিসোঠা নিয়ে পুলিশের উপর হামলা করে। এতে ওই পুলিশ ক্যাম্পের এএসআই (এবি) আবু কায়েসসহ ৫ সদস্য আহত হয়। পরিস্থিতি খারাপ দেখে পুলিশের অন্যান্য সদস্যরা আত্মরক্ষার্থে কিছুটা পিছু হটে। খবর পেয়ে কাপাসিয়া থানার এসআই আই নুরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ ক্যাম্পের আইসি এএসআই সেকান্দর আলী জানান, ঘটনার পর তাৎক্ষনিক ভাবে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং ইন্দনদাতা সাবেক মেম্বার বাদলকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় রায়েদ বাজারের একাধিক ব্যবসায়ী ও এলাকার ক্রেতা সাধারণ অভিযোগ করেছে যে, পুলিশ এসে কারো কোন কথা না শুনে ভাংচুর ও ইফতার সামগ্রী ফেলে দেয়ার কারণে কথা কাটাকাটির একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি দেশব্যাপী করোনাভাইরাসের ব্যাপক প্রার্দুভাবের ফলে কাপাসিয়া উপজেলায় এ পর্যন্ত ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। ফলে উপজেলা প্রশাসন গত ২৭ এপ্রিল থেকে উপজেলার ছোট বড় সকল হাটবাজার ও পাড়া মহল্লার দোকান পাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার জন্য গণ বিজ্ঞপ্তি জারি করেন। মাঠ পর্যায়ে তা কার্যকর করতে থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।