দাকোপে বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগনেতা জাহিদুর রহমান মিল্টন ২ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে।
করোনা পরিস্থিতিতে অপেক্ষাকৃত দরিদ্র শ্রেনীর রোজাদার পরিবারের মাঝে শনিবার সকাল ১০ টায় উপজেলার পানখালী এলাকায় এই ইফতার সামগ্রী বিতরন করা হয়। বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে পরিবার প্রতি ছিল চিড়ে ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি, ডাল ১ কেজি, খেজুর ১ কেজি, চিনি ১ কেজি ও সেমাই ১ প্যাকেট। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধ শেখ নুরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগনেতা শেখ জাহান আলী, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগনেতা গাজী রবিউল ইসলাম, চালনা এম এম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উর্মি খানমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।