কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হিলচিয়া ইউনিয়নের সমাজ সেবক ও প্রবাসি মোঃ বদরুল আলম শিপুর পক্ষে হেলেনা ব্রিক্সস ফিল্ডের প্রোপাইটর এর পক্ষে নূরে আলম দিপু সস্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে ৩০০ শত দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে ৫কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন তৈল, ১টি সাবান ও ১কেজি লবন।