কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাটি ১ শত ৫০ বছর পার হয়ে গেলেও এখানকার সুইপার পট্টির কলোনির পরিচ্ছন্নতা কর্মিদের সরকারি ভাবে কোনো জায়গা না থাকার কারণে তাঁরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে কয়েক দশক ধরে। অথচ কিশোরগঞ্জ জেলার কয়েকটি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মিদের সরকারি ভাবে নির্দিষ্ট কলোনি রয়েছে। এই পৌরসভার পরিচ্ছন্ন কর্মিরা গত ৫৩ দিন ধরে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে পৌরসভার রাস্তা ঘাট, ড্রেন, ময়লা পরিষ্কার করে আসছেন। কিন্তু তাদের মাস্ক, পিপিই, হাতের গ্লাপ্স, গামবোর্ড সহ অন্যান্য জিনিস খুবই জুরুরি দরকার বলে অনেকে দাবি করছেন। গত কাল শনিবার সকালে সুইপার কলোনিতে গিলে তাদের মধ্যে রাজু বাজপেয়ি, বিজয় বাজপেয়ি, কাঞ্চন বাজপেয়ি সহ এই কলোনির ১৫-২০ জনের সদস্যদের সাথে আলাপ করলে তাঁরা বলেন, আগে আমরা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে ৩০ জন কাজ করতাম। বর্তমানে করোনা ভাইরাস আসার পর ১০-১৫ জনকে পৌরসভার চাকুরি থেকে অব্যাহতি দিয়েছে ঊর্ধ্বতন কতৃপক্ষ। আমাদেরকে পৌরসভা থেকে ১৫০০-২০০০ হাজার টাকা বেতন দেয়। এর পরেও আমাদের অনেক জনকে চাকুরি হারাতে হয়েছে। এই পর্যন্ত সরকারি ভাবে ত্রাণ এসেছে আমরা একটি পরিবারও পেলাম না। অন্য দিখে পৌরসভার ড্রেনের কাজের জন্য অন্য লোকদের প্রতিদিন ২৫০ টাকা করে বেতন দেয়। এর পরও পৌরসভা থেকে সঠিক সময়ে বেতন দেওয়া হয় না। বাজিতপুর পৌরসভা কনজারভেন্সি ইন্সপেট্টার মোঃ কামাল উদ্দিন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সব জিনিসপত্র অতীব জরুরি। এ কী সঙ্গে তাদের কোনো টিউবয়েল খুবই দরকার।