"সমাজ সংস্কার ও সামাজিক উন্নয়নে অবিচল" এই শ্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের প্রয়াত ইয়ার আলি বিশ্বাস এর পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমাজ সেবা মুলক প্রতিষ্ঠান "মরহুম ইয়ার আলি বিশ্বাস ফাউন্ডেশন " এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ২০২০-২০২২ সেশন এর নির্বাচন সম্পূর্ন হয়েছে। নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৫ সদস্যের প্রত্যক্ষ ভোটে ৫ সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদ নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে ডাঃ সাব্বির আহমেদ নিয়ামুল, সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, কোষাধ্যক্ষ পদে ডাঃ নাজমুল হোসাইন সাগর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ইঞ্জিনিয়ার তারিফ হোসাইন এবং পরিকল্পনা ও সমাজসেবক সম্পাদক পদে শিশির আহমেদ নির্বাচিত হন। নির্বাচিতরা সমাজ গঠন ও সংস্কার মূলক কাজে এবং দূস্থ ও এতিমদের সর্বাত্মক সহযোগিতার শপথ নেন।