রাজশাহীর বাঘা উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১৩৯০টি কর্মহীন পরিবার পেল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া সবজি। শনিবার (২ এপ্রিল) উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে পৃথকভাবে এগুলো বিতরণ করা হয়।
জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নির্বাচনী এলাকায় উৎপাদিত বিভিন্ন রকম সাক-সবজি ন্যায্য মূল্যে ক্রয় করে কর্মহীন ও নিন্মআয়ের হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে সরকারি চালের সাথে বিতরণ করা হয়েছে। উপজেলার বাউসা ইউনিয়নে ৪৮০টি, পাকুড়িয়া ইউনিয়নে ৪০০টি, গড়গড়ি ইউনিয়নে ২৬০টি, চকরাজাপুর ইউনিয়নে ২৫০টিসহ মোট এক হাজার ৩৯০টি পরিবারের মাঝে ১০ কেজি সরকারি চালের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে আলু, লাউ, ডাটা, মিষ্টি কুমড়া, পুঁইশাক, করলাসহ বিভিন্ন রকম সাক-সবজি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, করোনা ভাইরাসের কারণে বাঘা ও চারঘাটে উৎপাদিত সবজি চাষিদের কাছে থেকে ন্যায্য দামে কিনে দুই সপ্তাহ যাবৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে দরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকার শাক সবজি বিতরণ অব্যাহত রয়েছে।