পাবনার সুজানগরের তাঁতীবন্দ ও দুলাই ইউনিয়নে প্রাণঘাতী করোনায় কর্মহীন ৮৪৫জন দিনমজুরের মাঝে পাবনা-২আসনের সংসসদ সদস্য আহমেদ ফিরোজ কবির শুকনা খাদ্যসামগ্রী ও দুধ বিতরণ করেছেন। শনিবার সকালে প্রথমে তিনি তাঁতীবন্দ ইউনিয়ন এবং পরে দুলাই ইউনিয়নের দিনমজুরদের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আবদুল ওহাব, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মৃধা ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান প্রমুখ।