পাবনার সুজানগরে প্রাণঘাতি করোনা মুক্ত থাকার আশায় নেড়া হওয়ার হিড়িক পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সী মানুষ নেড়া হচ্ছেন। সেলুনের দোকান বন্ধ থাকায় অধিকাংশ মানুষ বাড়িতেই নেড়া হচ্ছেন। তবে সাধারণ মানুষের চেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং শিশু-কিশোররাই বেশি নেড়া হচ্ছে। উপজেলার রাস্তাঘাট এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ আশপাশে তাকালেই শুধু নেড়া মানুষ চোখে পড়ছে। উপজেলার মানিকহাট গ্রামের কলেজ পড়-য়া শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন করোনা থেকে মুক্ত থাকার আশায় আমরা ১০জন সহপাঠী একদিনেই নেড়া হয়েছি। একই লক্ষে সুজানগর পৌর বাজারের ওষুধ ব্যবসায়ী টুকু প্রামাণিকসহ আরোও অনেক ব্যবসায়ী নেড়া হয়েছেন বলেও বাজারের ব্যবসায়ী সেলিম রেজা জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ বলেন কেউ নেড়া হলে করোনা আক্রান্ত হবেন না এ কথার কোন ভিত্তি নেই। তবে নেড়া হওয়া ভাল।