সারা দেশের মানুষ যখন করোনাভাইরাস নিয়ে ব্যস্ততার ভেতর জীবন অতিবাহিত করছে। তখন রাজশাহীর পুঠিয়ায় এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা কৃষকদের ঠকায়ে নকল সার ও বালাইনাশক বিক্রি করে রাতা-রাতি লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এলাকার কৃষকদের অভিযোগ,বেশিরভাগ ডিলারা ভেজাল সার ও মেয়াদ উত্তীর্ণ বালাইনাষক বিক্রি করছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতি ও গাফিলতি কারণে কৃষকরা প্রতিদিন শতশত ডিলারদের দ্বারায় প্রতারনার শিকার হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে বিসিআইসি সার ডিলার রয়েছে আটটি। এর মধ্যে পুঠিয়া সদর ইউপি ও পৌরসভা মিলে দুইটি, শিলমাড়িয়া ইউপিতে বেশি ফসলী জমি থাকায় দু’টি ডিলার এবং বিএডিসি সার ডিলার রয়েছে পাঁচটি। ছয়টি ইউপি এলাকায় সাব-সার ডিলার খুচরা বিক্রেতা রয়েছে ৩৫টি। এছাড়া বালাইনাষক ডিলার আছে সাড়ে তিনশত মতো। উপজেলার পৌরসভাসহ ছয় ইউনিয়ন এলাকায় রাজনৈতিক প্রভাবখাটিয়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টাকা দিয়ে যেখানে সেখানে খুচরা রায়সানিক সার ও বালাইনাষক বিক্রির দোকান হয়েছে। উপজেলা কৃষি অফিসের সঙ্গে ডিলারদের মাসিকচুক্তি থাকার ফলে ভেজাল সার ও মেয়দ উত্তীর্ণ বালাইনাষক বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। মাঝেমধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা করে জরিমানা করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলারা বলেন, প্রতিবছর বৃক্ষ মেলা করার আগ মুহূর্তে উপজেলার সকল শ্রেনীর সার ও বালাইনাষক ডিলারদের অফিসের চাহিদা মোতাবেক টাকা দিতে হয়। আমাদের চেয়ে বেশি টাকা দিয়ে থাকেন, যারা উপজেলার ভেতর ভেজাল বালাইনাষক বিক্রি করে থাকেন। তারপর কৃষি অফিস থেকে সরকারি ভুক্তকির কোনো সুযোগ-সুবিধা নিতে হলে কর্মকর্তাদের একটি অংশ দিতে হয়। যারা টাকা দিতে পারে, শুধুমাত্র তাদেকেই সরকারি সুযোগগুলো দেয়া হয়ে থাকে। উপজেলার বানেশ্বর ইউনিয়ন এলাকায় রাজনৈতিক নেতা ও কৃষি অফিসের যোগসাজসে নিয়ম ভর্হিভূত ভাবে বানেশ্বর বাজারে অবৈধ ভাবে গড়ে উঠেছে ১১টি সার কেনাবেচার দোকান। এছাড়া ভালুকগাছি, শিলমাড়িয়া, বেলপুকুর, জিউপাড়াসহ পুঠিয়া সদর এলাকায় গড়ে উঠেছে আরও অর্ধশতাধিক সার কেনাবেচার দোকান আছে। বানেশ্বর এলাকার এক সাব-সার ডিলার অভিযোগ করে বলেন, বানেশ্বর এলাকায় আমরা মাত্র তিনজন সাব-সার ডিলার আছি। কিন্তু রাজনৈতিক প্রভাব দেখায়ে প্রতিনিয়ত এই এলাকায় গড়ে উঠেছে অবৈধ সার কেনাবেচার দোকান। এ বিষয়ে আমরা প্রতিবাদ জানালে তারা মারধরের হুমকি দেয়। এ বিষয়ে বারবার কৃষি কর্মকর্তাকে অভিযোগ দেয়া পরও তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিআইসির এক সার ডিলার বলেন, কৃষি অফিসের সঠিক দেখাশুনার অভাবে এবং রাজনৈতিক নেতাদের সহয়তায় জন্য অবৈধ সার বিক্রয়কারীরা অজ্ঞাত স্থান থেকে সার কিনে বাজার জাত করার ফলে সার ও বালাইনাষক ভেজালের জটিলতা বেশী দেখা দিচ্ছে। আবার কৃষি অফিসের সঙ্গে বিশেষ সমঝোতা থাকার কারণে, পুঠিয়া সদর এলাকায় সার ও বালাইনাষক ডিলারা বিভিন্ন দেশের মোড়ক ব্যবহার করে ভেজাল রায়সানিক, জৈব, দস্তা, জীংক তৈরি করে বাজারজাত করছে। পুঠিয়া সদরে এবং বানেশ্বর বাজারে ভেজাল সার, বালাইনাষক বিক্রি করে কোটি টাকা মালিক হয়েছে, তার নজির আছে। অতীতে তাদের বিরুদ্ধে অবৈধ ব্যবসা করার অপরাধে মামলা পর্যন্ত হয়ে ছিল। বানেশ্বর বাজারে এক সার ব্যবসায়ী রাজশাহী বিসিক এলাকা থেকে ভেজাল অবৈধ বিভিন্ন প্রকার সার, বালাইনাষক নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে বিক্রি করার অভিযোগ রয়েছে। শুধু বানেশ্বর বাজারে বেশ কয়েকটি ভেজাল সার,বালাইনাষকের কারখানা রয়েছে। পুঠিয়ার কোথায় ভেজাল কারখানা রয়েছে তা কৃষি কর্মকর্তারা জানেন। দুইএকটি বালাইনাষকের সরকারি অনুমোদন নিয়ে অবৈধ ভাবে একাধিক পন্য বাজারজাত করতে দেখা যাচ্ছে। বর্তমানে বাজারে বেশীরভাগ সার ডিলারা ভালো মানের সার ও বালাইনাষক বলে প্রচার করলেও সেগুলো জমিতে দেয়ার পর তা মাটির সাথে মিশে না। ভেজাল বালাইনাষক ব্যবহার করে রোগ-বালাই যাচ্ছে না। ফসল ও জমির উর্বরতা কমে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক, একটি মালটি ন্যাসনাল কোম্পানির উধবর্তন কর্মকর্তা বলেন,বাংলাদেশের ৬০% বালাইনাষক আমরা কৃষকদের মাঝে বিক্রি করে থাকি। আমাদের কোম্পানি সরকারকে মোটা অংকের কর দিয়ে থাকেন। যে কোম্পানির মালিকরা সরকারকে কর দেয় না, ভূইফোর তাদের কথা কৃষি কর্মকর্তা শুনে। কারণ, কোম্পানির পক্ষ থেকে প্রতিমাসে তাদেরকে উপঢোকন দেয়া হয়। এ জন্য উপজেলায় ভেজাল অবৈধ বালাইনাষকে ছয়লাভ হয়ে গেছে। আমরা মাঝেমধ্যে লিখিত ভাবে অভিযোগ দিয়ে থাকি। কিন্তু কোনো পদক্ষেপ গ্রহন করে না। পুঠিয়া উপজেলায় সার, বালাইনাষক তৈরি করার দুই একটি পন্যের কয়েকটি কারখানার সরকারি অনুমোদন আছে। কিন্তু দুইএকটি পণ্যের অনুমোদন নিয়ে প্রতিদিন শত শত টন ভেজাল অবৈধ সার, বালাইনাষক কারখানা গুলোতে তৈরি করছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, আমার দায়িত্ব নেয়ার বেশি দিন হচ্ছে না। অতীতে কী হয়েছে, তা আমার যানা নেই। আমার সঙ্গে কোনো সার ও বালাইনাষকের ডিলারদের টাকাপয়সার কোনো চুক্তি নেই। আমরা মাঝেমধ্যেই ভেজাল সার, বালাইনাষকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করছি। আমাদের কাছে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা না থাকার কারণে, ভেজাল দেখে আসার পর প্রস্তুতি নিতে গিয়ে তারা ভেজাল পন্যগুলো সেইস্থান থেকে অনেক সময় হটায়ে ফেলে। পরে ভেজাল প্রমাণ করা যায় না।