ঝিনাইদহ জেলা ট্রাক,ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ইউনিয়নের সদস্যদের মাঝে অবসরজনিত এককালীন ভাতা প্রদান করা হয়েছে। মহান মে দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় ইউনিয়নের নিজস্ব অর্থ তহবিল হতে এবারো শ্রমিকদের মধ্যে এই অর্থ বিতরন করা হয়। এবছর আটজন সদস্যের মাঝে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।
১লা মে সকালে ঝিনাইদহ জেলা ট্রাক,ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর নিজস্ব কার্যালয়ে শ্রমিকদের মধ্যে অবসরজনিত এককালীন ভাতা প্রদান অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি মোঃ দাউদ হোসেন এর সভাপতিতে প্রদান অতিথি ছিলেন ঝিনাইদহের পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাগর। এসময় ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন সদস্যগন উপস্থিত ছিলেন।
ইউনিয়নের সভাপতি মোঃ দাউদ হোসেন জানান, ইউনিয়নের নিজস্ব অর্থ তহবিল হতে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রমিক সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মোট ৮ জন সদস্যকে অবসরজনিত এককালীন সাহায্য প্রদান করা হয়েছে।
এবছর ঝিনাইদহে ইউনিয়নভুক্ত ১/৭৪ নং চালক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক মনি, ১১৩/৮৬ নং চালক সদস্য মোঃ ঝন্টু মন্ডল, ২২৪/৮৬ নং চালক সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক, ২৩৮/৮৬ নং চালক সদস্য শ্রী অধির কুমার সিং, ২৯৮/৮৬ নং চালক সদস্য মোঃ মোকাদ্দেস আলী, ১১৬৪/৯৯ নং চালক সদস্য দুলাল চন্দ্র বসু সহ মোট ০৬ জন চালক সদস্যের প্রত্যেক কে ৯০,০০০ টাকা হারে ৫,৪০,০০০ টাকা এবং ২৯৯/৮৬ নং সাহায্যকারী সদস্য শম্ভুনাথ সাহা ও ৩৬৬/৮৬ নং সাহায্যকারী সদস্য গৌর পদ দাসকে ৫০ হাজার টাকা হারে ১ লক্ষ টাকা, সর্বমোট ৬ লঅখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, শ্রমিক ভাইদের কার্ডের বয়স ৩০ বছর হলেই তারা এই অবসরজনিত এককালীন ভাতা নেওয়ার জন্য আবেদন করতে পারেন। এমন শর্তে যে সমস্থ শ্রমিক ভায়েরা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে বাছায় করে মোট ৮জন শ্রমিক ভাইদের এবছর এই অর্থ প্রদান করা হয়েছে।