জামালপুর জেলার ইসলামপুর পৌর সভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের বিরোদ্ধে কর্মচারীকে এসিড নিক্ষেপ করে হাত ঝলসে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এসিডদগ্ধ কর্মচারী রাজু জানায়,গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ইসলামপুর উপজেলার মুসলিম জুয়েলাসের মালিক ছানু মন্ডল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারপিট করে। এক পর্যায়ে দোকানে থাকা এসিড নিয়ে তার হাতে ঢেলে দেয়। এতে তার বাম হাত ঝলসে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে তাকে দ্রুত ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় গত বৃস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর-শেরপুরের মহিলা এমপির সহযোগীতায় ইসলামপুর থানায় এসিড নিক্ষেপের ঘটনায় একটি মামলা হয়েছে। এবিষয়ে স্বর্ন ব্যাবসায়ী মুসলিম জুয়েলাসের মালিক ছানু মন্ডল ঘটনাটি ঘটনাটি সাজানো ও সত্য নয়,প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবী করেছেন।
এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন মামলা হয়েছে। তবে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ বিষয়ে জামালপুর-শেরপুরের মহিলা এমপি বেগম হোসনে আরা তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।