জামালপুর ইসলামপুরে আরো এক পোশাককর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাড়ালো ৭ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানায়, ৩০ এপ্রিল সন্ধ্যা রাতে ল্যাব থেকে পাওয়া নমুনা ফলাফলে ইসলামপুর পৌর শহরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের এক পোশাক কর্মীর নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সে ঢাকার মুগদা এক পোশাক কারখানায় কর্মরত ছিল। সে গত সপ্তাহে ইসলামপুর নিজ বাড়ীতে আসেন। গত ২৮এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। জামালপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক মো. মাহফুজুর রহমান সোহান জানান,নতুন করে করোনা শনাক্ত হওয়া ওই গার্মেন্টকর্মী ঢাকায় চলে গেছে। জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উল্লেখ্য যে, জামালপুরে ইসলামপুরে এ পর্যন্ত ৭ করোনা সনাক্ত হয়েছে। তার মধ্যে গত ৯ এপ্রিল ঢাকা থেকে আগত দুই নারী পোশাষ কর্মী হঠাৎ মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।