জামালপুরের ইসলামপুরে তারা মিয়া (৬০)নামের এক শ্রমিক ফাঁসিতে ঝুলে আত্বহত্যার অভিযোগ উঠেছে। সে উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বুদুু শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, প্রায় একযুগ আগে ঢাকায় একটি কারখানায় তারা মিয়া শ্রমিকের কাজ করা অবস্থায় পেটে আঘাত পান। এতে তার মূত্র থলিতে সমস্যা দেখা দেয়। এর পর সে তিনবার অপারেশন করেও আরোগ্য লাভ হয়নি। ফলে গত বৃহস্পতিবার বিকালে সকলের অজান্তে বাড়ির পাশে একটি গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্বহত্যা করে।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- ফাঁসিতে ঝুলানো বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।