গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ টিপু'র উদ্যোগে কাপাসিয়ায় অসহায় দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পহেলা মে, শুক্রবার সকালে তরগাঁও খান বাড়ির সামনে ৩০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অনি আমান বাবুনি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিজনকে চাল, ডাল, মরিচ, তেল সহ ১০ কেজির প্যাকেট দেয়া হয়। অসহায়, দরিদ্রদের মাঝে এই নিত্য প্রয়োজনীয়, খাদ্য সামগ্রী বিতরণের সময় টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও জাতীয়তাবাদী দলের পক্ষ সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ ধরনের জন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।