‘আমার আঙ্গীনায়, গামার ক্লিনিক’ করেনা দূর্যোগে ঘরবন্দী অসুস্থ মানুষের বিশ্বস্ত নাম। বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে পুরো উপজেলার মানুষের কাছে ছুটে গেছে। হটলাইন খুলে চিকিৎসা সেবা পৌছে দিয়েছে মানুষের দুয়ারে দুয়ারে। চিকিৎসা জনিত যে কোন সমস্যায়, যে কোন সাধারন মানুষ স্বাস্থ্য সেবা প্রার্থী হয়ে ফোন দিলেই ছুটে গেছে মাহমুদা ক্লিনিকের এ্যাম্বুলেন্স। করোনা দূর্যোগের সময় চিকিৎসকরা যেখানে চেম্বার বন্ধ করে নিরাপদ জীবন যাপন করছে, সেখানে ভেড়ামারার ঐতিহ্যবাহী মাহমুদ ক্লিনিকের চিকিৎসকরা ছুটে বেড়িয়েছে ভেড়ামারার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। সম্প্রতি শিশু এবং গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে ভেড়ামারাবাসীর মনের মনি কোঠায় স্থান করে নেয় মাহমুদা ক্লিনিকের আমার আঙ্গীনায়, গামার ক্লিনিক।
করোনা দূর্যোগে ভেড়ামারাবাসীর পাশে থেকে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ক্লিনিকটির পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ ভেড়ামারা সমিতি। আজ দুপুর ১২টার দিকে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ গামা'র হাতে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সহ স্বাস্থ্য সুরক্ষার উপকরন তুলে দিয়েছে ভেড়ামারা সমিতির সাংগঠনিক সচিব শিশু বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম। এসময় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাঃ সাইফুল ইসলাম জানান, করোনার শুরু থেকে ভেড়ামারা সমিতি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরনের পর খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। তিনি আরো জানান, আমাদের মত করেনা দূর্যোগে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে মাহমুদা ক্লিনিক। তাদের “আমার আঙ্গীনায় গামা’র ক্লিনিক”র কার্যক্রম প্রশংসনীয়। এ জন্যই তাদের পাশে দাঁড়িয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মিদের সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা উপকরন দেয়া হলো। তিনি ঘোষনা দেন, ভবিষ্যতে ভেড়ামারার সমস্ত ভালো কাজের পাশে থাকবে ভেড়ামারা সমিতি।