মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।এ নিয়ে উপজেলাটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
আজ( শুক্রবার) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিম আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি জানান গতকাল রাতে আইইডিসিআর থেকে ফোন করে তাকে বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হলো তারমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন । এছাড়াও গত কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়াটারে বসবাস করা এক সিনিয়র স্টাফ নার্সের কলেজ পড়–য়া মেয়েও করোনায় আক্রান্ত হয়।
এদিকে আক্রান্ত দুই চিকিৎসকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানান তাদের শারীরিক অবস্থা এখনো ভালো রয়েছে, শরীরে করোনার তেমন উপসর্গ নেই। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।